পাবনায় সরকার ট্রাভেলস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, গুরুতর আহত ১৫

সাংবাদিক:মোঃ সবুজ হোসেন:
পাবনায় সরকার ট্রাভেলস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থা গুরুতর।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকালে পাবনা-বগুড়া মহাসড়কে বেড়ার ছোন্দাহ ব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. রফিক (৩২) , তার বাড়ি পাবনা সদর উপজেলা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৭টার সময় সরকার ট্রাভেলর্স নামে একটি যাত্রীবাহী কোচ পাবনা থেকে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্যেশে যাচ্ছিল। এসময় পাবনা+ বগুড়া মহাসড়কের ছোন্দাহ ব্রীজের কাছে পৌছালে বিপরিত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচের হেলপার পাবনা সদর উপজেলার মোঃ রফিক (৩২) নামের একজন ঘটনাস্থলে মারা যায়। ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছে।

এদের মধ্যে সবুজ (৩০), রিপন (৩৫), মামুন (২৫), সেলিনা খাতুন (৩০), সাইদুর রহমান (৪৫), খায়রুল ইসলাম (৩৫), সজিব (৩০), সানোয়ার (৩২) কে বেড়া উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল শেখজিল্লুর রহমার, বেড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!