সাবেক চারবারের এমপি বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর জানাজায় মানুষের ঢল

আশিকুজ্জামান মিজান, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ-৮,৯ নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী জানাজা আজ সোমবার নান্দাইল ও ঈশ্বরগঞ্জ চার দফা অনুষ্টিত হয়। করোনা আক্রান্ত হয়ে শনিবার (১৭ জুলাই) বিকাল ৫ টা ৪৫ মিনিটে রাজধানী ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেন তিনি।

নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বিকাল ৫ টায় তৃতীয় জানাজা অনুষ্টিত হয়।
এর আগে ঢাকা আজাদ মসজিদ ও বিকাল সারে ৩ টায় ঈশ্বরগঞ্জ উপজেলায় দ্বিতীয় জানাজা অনুষ্টিত হয়। নান্দাইল উপজেলা সদর সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্টিত জানাজায় হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেএবং লোকেলোকারণ্য হয়ে পড়ে মাঠ। জানাজাপূর্ব মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় বিএনপির দ্বায়িত্বপ্রাপ্ত নেতা ইমরান সালেহ প্রিন্স,ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খাঁন পাঠান, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা বিএনপি আহবায়ক ডঃ মাহবুবুর রহমান লিটন,সাবেক উপজেলা চেয়ারম্যান নান্দাইল থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, বিএনপি নেতা সাবেক এমপি আবুল বাশার আকন্দ,ময়মনসিংহ উত্তর শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুঁইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধূরী স্বপন, নান্দাইল পৌরসভা মেয়র রফিক উদ্দীন ভুইয়া,গৌরিপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা তায়েবুর রহমান হিরণ,বিএনপি নেতা সাবেক সেনা কর্মকর্তা ড,ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস,নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মাজহারুল ইসলাম ফকির। মরহুমের একমাত্র পুত্র নাসের খাঁন চৌধুরী আমিরিকা থেকে ভিডিওকলে জানাজায় উপস্থিত মুসুল্লিদের কাছে বাবার রুহের মাগফেরাত কামনা করে বক্তৃতা দেন।উল্লেখ্য তিনি করোনা পজিটিবের জন্য দেশে এসে বাবার জানাজায় শরিক হতে পারেন নি।সঞ্চালন করেন নান্দাইল পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এএফ এম আজিজুল ইসলাম পিকুল।পরে কানুরাপুরে খুররম খাঁন চৌধূরী ডিগ্রি কলেজ মাঠে চতুর্থ জানাজার পর নিজ বাড়ি সাহেব বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে সর্বশেষ জানাজার পর রাষ্টীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!