সিলেটের দরগাহ মাদরাসার মুহতামিম, মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া আর নেই

সিলেটের দরগাহ মাদরাসার মুহতামিম, মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া আর নেই
লোকমান হাফিজ (সিলেট বিভাগীয় প্রতিনিধি):
সিলেটের জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম, মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার বিকেল ৫ টার দিকে হাসপাতালে
নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

তাঁর মৃত্যুতে ইসলামি অঙ্গনে গভীর শোক নেমে আসে। এবং দরগা মাদরাসায় ভীড় করেছেন তাঁর ছাত্র এবং সিলেটের জনসাধারণ।

মুফতি আবুল কালাম জাকারিয়া দাওয়াতুল হক
বাংলাদেশের সিলেট জেলার আমীর ও
গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা
মাহমূদুল হাসান এর অন্যতম খলিফা।

মুফতি আবুল কালাম জাকারিয়ার জন্ম
সুনামগঞ্জ জেলায়। পড়ালেখা করেন দরগাহ
মাদরাসায়।

সিলেট শাহজালাল রহ. দরগাহ মসজিদ ও
আম্ভরখানা জামে মসজিদে খতিব হিসেবে
দায়িত্ব পালন করেছেন।

তিনি খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল
হক শায়খে গাজিনগরী রহ. এর জামাতা।

তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
মুফতি আবুল কালাম জাকারিয়ার নামাজে
জানাজা আগামীকাল মঙ্গলবার সকাল ১১
টায় সিলেট আলিয়া মাদরাসার মাঠে
অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!