অপশক্তিকে পরাজিত করে গনতন্ত্র ফিরিয়ে আনা হবে – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন অপশক্তিকে পরাজিত করে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের অধিকার ও গণতন্ত্রের সাথে কখনও আপোষ করেননি। তিনি গণতন্ত্র উদ্ধারে লড়াই করে যাচ্ছেন বলেই আজকে কারাগারে আবদ্ধ। কয়েকদিন আগে আমি কারাগারে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছি। তিনি অনেক অসুস্থ্য, ব্যাথায় কষ্ট পাচ্ছেন। তিনি আমার মাধ্যমে দেশবাসীকে বলেছেন, রাষ্ট্রকে অপশক্তির কাছ থেকে উদ্ধার করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই হলো আমাদের আজকের দিনের শপথ।’
শুক্রবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জন্মাষ্টমী উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গতকাল (৩০ আগস্ট) ছিল গুম দিবস। আমাদের মাঝ থেকে অনেকে হারিয়ে গেছেন। ফিরে আসেন নাই। কি তাদের অপরাধ। তাদের অপরাধ হলো গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে সোচ্চার ছিল। কালকেও কারো মা, বাবা, ছেলে, মেয়ে তাদের স্বজনের জন্য আহাজারি করেছে। আমরা তাদের সান্ত্বনা দিতে পারি নাই। কি তাদের জবাব দিবো। এভাবে দেশ চলতে পারে না। এই সরকারকে একদিন এর জবাব দিতে হবে।’
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষের কল্যাণ করা সব ধর্মে আছে। বিএনপিও তা বিশ্বাস করে। আপনাদের সব অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। খোঁজ খবর নেন। কিন্তু আজকে তিনি কারাগারে মিথ্যা মামলায় বন্দি। তিনি আপনাদের সাথে আছেন। তিনি এক মামলায় জামিন পান আরেক মামলায় গ্রেফতার দেখানো হয়। নিম্ন আদালত জামিন দেয় ফের উচ্চ আদালত জামিন স্থগিত করে। এভাবে প্রায় কেটে গেছে সাত মাস। এসব কিছু হচ্ছে সরকারের ইশারায়। সরকার জনবিছিন্ন এবং বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে অপকৌশল নিয়েছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু সম্প্রদায়ের সদস্যদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আজকে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেজন্য শ্রীকৃষ্ণকে বেশি মনে পড়ে, ভগবান শ্রীকৃষ্ণকে আজ বেশি করে স্মরণ করতে হয়। তিনি সব সময়ে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এই কথা যেন আমরা সব সময় মনে রাখি। আজকে দেশে যা চলছে, ফ্যাসিবাদ চলছে, হত্যা চলছে, ঘৃণা চলছে, এক ধর্ম আরেক ধর্মকে ঘৃনা করছে, মানুষ মানুষকে হত্যা করছে, ধবংস করছে এর বিরুদ্ধে উঠে দাঁড়াতে আমাদের সাহস হবে। আজকে শ্রীকৃষ্ণ আমাদেরকে সেই শিাই দিয়েছে যে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে এবং অমেলেন্দু রায়ের সঞ্চালণায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিএনপি নেতা কেন্দ্রীয় নেতা অ্যালবার্ট পি কস্টা, দীপেন দেওয়ান, সুশীল বড়ুয়া, অর্পনা রায়, জয়ন্ত কুমাড় কুন্ড, মুকুল শাহা, দেবাশীষ রায় মধু, নিপুন রায় চৌধুরী, ছাত্রদলের সহ সভাপতি দেব জয় জনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!