উচ্চ আদালত আপিল গ্রহন করলে বেগম জিয়া নির্বাচন করতে পারবেন – ইসি

উচ্চ আদালত আপিল গ্রহন করলে বেগম জিয়া নির্বাচন করতে পারবেন - ইসি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে তা যদি আদালত গ্রহণ করেন তবে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ রয়েছে তার। সোমবার তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। নতুন করে আরেকটি মামলায় ৭ বছরের সাজা পাওয়া খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা -এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামিরা সাজা কাটানোর একটা নির্দিষ্ট সময় পর নির্বাচন করতে পারেন। তবে এক্ষেত্রে উচ্চ আদালতকে তার আপিল গ্রহণ করে বিচারিক আদালতের রায় স্থগিত করতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!