খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হচ্ছেন যারা

খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হচ্ছেন যারা

সাংবাদিক: মোঃ সবুুজ হোসেন:

দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া নিয়ে অনিশ্চয়তার কারণে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে বিকল্প হিসেবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দল।

সোমবার ফেনী-১ আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেয়া হলেও মঙ্গলবার এ আসনে দলের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুকে চিঠি দেয়া হয়েছে।

এর আগে মিন্টুকে ফেনী-৩ আসনে মনোনয়ন দেয়া হয়েছিল। মঙ্গলবার ফেনী-৩ আসনে মনোনয়ন দেয়া হয় দলের কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনিকে।

এ ছাড়া খালেদা জিয়ার বিকল্প হিসেবে বগুড়া-৬ (সদর) আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাকে এবং বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

মঙ্গলবার সকালে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম এর সত্যতা নিশ্চিত করেছে.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!