পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ১ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ১ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রস্তুতি সভা আজ সন্ধ্যায় কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন এর সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা- খন্দকার মনিরুজ্জামান টিটু, গোলাম মোস্তফা, আজিজুল হুদা চৌধুরী সুমন, ইদি আমীন এ্যাপোলো, মো. নুরুজ্জামান, মাহমুদুল আনোয়ার, সৈয়দ মনিরুজ্জামান, জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ ইউসুফ প্রমুখ।

সভায় নিম্নলিখিত কর্মসূচি সমূহ পালনের সিদ্ধান্ত গৃহীত হয় :-

১। ১০ই জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ৫ দিনব্যাপি কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম।

২। ১৪ জুলাই প্রথম প্রহরে (রাত ১২ টা ১মিনিটে) পল্লীবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা।

৩। ১৪ জুলাই সকালে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের পতাকা অর্ধনমিত ও কালো ব্যাজ ধারণ।

৪। ১৪ জুলাই দুপুরে এতিমদের মাঝে খাবার বিতরণ।

৫। ১৪ জুলাই বাদ মাগরিব কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং তোবারক বিতরণ।

* সারাদেশের সকল জেলা ও উপজেলায় কোরআন খতম,কালো ব্যাজ ধারণ ও স্বাস্থ্যবিধি মেনে মিলাদ এবং দোয়া মাহফিল করে পল্লীবন্ধু এরশাদ এর ১ম মৃত্যুবার্ষিকী পালনের জন্য জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!