প্রধানমন্ত্রীর চিঠি পেলেন ড. কামাল, ১ নভেম্বর গনভবনে সংলাপ

সংলাপের জন্য আগামী ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় ঐক্যফ্রন্টকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন।
এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে তাদের ৭ দফা দাবীসম্বলিত সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠান ড. কামাল হোসেন।
এরই পরিপ্রেক্ষিতে গত ২৯/১০/২০১৮ ইং সোমবার আওয়ামীলীগ এর পক্ষ থেকে সংলাপের গ্রীন সিগন্যাল দেয়া হয় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে।
এবং তারই পরিপ্রেক্ষিতে আগামী ১ই নভেম্বর সন্ধ্যা ৭ টায় গনভবনে প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসছে জাতীয় ঐক্যফ্রন্ট।
এ আলোচনা ঘিরে রয়েছে সারাদেশে রাজনৈতিক উত্তেজনা।
সবার আশা, দেশের বর্তমান রাজনীতির বিভিন্ন বাজে দিকগুলি এই আলোচনার মাধ্যমে ইতি ঘটে সুষ্ঠু রাজনৈতিক ধারা সৃষ্টি হবে দেশে।
এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সব দলের অংশগ্রহনে অবাধ সুষ্ঠু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!