বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এর বেকসুর খালাস

ভারতের মেঘালয়ের শিলংয়ের একটি আদালতে অনুপ্রবেশ আইনে বেকসুর খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

শুক্রবার বিকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলা ও দায়রা আদালতের বিচারক তার বিরুদ্ধে আনা অনুপ্রবেশের অভিযোগ নাকচ করে দেন।

এবং ওই অভিযোগে দায়ের করা মামলার রায়ে তাকে বেকসুর খালাস করে দেন এবং তাকে দ্রুত তার নিজ দেশ বাংলাদেশে প্রত্যাবর্তনের নির্দেশও দিয়েছেন।

শিলং থেকে সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারি মনির হোসেন বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে ২০১৫ সালের ১০ মার্চ রাতে উত্তরার একটি বাড়ি থেকে কে বা কারা তাকে তুলে নেয়। ৬২

দিন পর ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের গলফ লিঙ্ক এলাকায় খোঁজ মেলে সালাহউদ্দিনের। ওইদিন ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে শিলং পুলিশ।
প্রায় সাড়ে তিন বছর বিচার চলার পর চলতি বছরের ১৩ আগস্ট এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। এরপর অবশ্য চারবার মামলার রায় ঘোষণার তারিখ পেছায়। অবশেষে শুক্রবার এই রায় দেওয়া হলো। সালাহউদ্দিন আহমেদের আইনজীবী হিসেবে ছিলেন এপি মহন্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!