ভিপি নুরকে হলে প্রবেশ বাধা

ঢাবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র
সংসদের ভিপি নুরুল হক নুরকে বিজয়’৭১ হলের গণরুমে প্রবেশ করতে গেলে বাধা দেয় ছাত্রলীগ। পরে বাধ্য হয়ে সেখান থেকে চলে আসেন তিনি। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বিজয় একাত্তর হলের সামনে।

ডাকসু ভিপি নুরুল হক নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণরুমে শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে গেলে সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হই। ছাত্রলীগের কয়েকজন এসে একটি রুমের দরজা আটকিয়ে দেয় এবং আমি যে রুমে যাই সেখানে তারা সেখানে বাগ-বিতন্ডার পাশাপাশি আমার হাত ধরে টানাটানি করে। সাথে ছাত্রলীগের রুমে কেন এসেছে

এসব বলে গালিগালাজও করে।

এসময় উপস্থিত ছাত্রলীগ কর্মীরা ভিপিকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করে গালিগালাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে চলে গেলে ভিপি গণরুমে না যেয়ে নেমে পড়েন। তারপর হলের ভিপি অফিসে গিয়ে হলের ভিপির সাথে সাক্ষাৎ করেন।

হল গেটে গিয়ে কিছুক্ষন লোকজনের সঙ্গে কথা বলে তিনি হল থেকে চলে যান। ভিপির সাথে আরও ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসাইন, রাশেদ খান, ফারুক হাসানসহ আরো অনেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!