ভোলা জেলা ছাত্রদলে অছাত্র নিয়ে কমিটি গঠনের অভিযোগ

ভোলা প্রতিনিধি॥ ভোলা জেলা ছাত্র দলের কমিটিতে কিছু সংখ্যক অছাত্রদের নিয়ে কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে মতে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি শুধু মাত্র ছাত্র দেরকে নিয়ে গঠন করা হবে এটাই সাংগঠনিক নিয়ম।কিন্তু ভোলা জেলা ছাত্র দলের কমিটিতে তার অনিয়ম, এক অদৃশ্য ইশারায় কিছু সংখ্যক অছাত্রদের জেলা কমিটির বিভিন্ন পদে রাখার জন্য চুড়ান্ত তালিকা করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে। এতে ছাত্র দলের যোগ্য প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে, চরম ক্ষোভ ও উত্তেজনা। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্র দলের একাধিক ত্যাগী নেতারা জানান, ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নাগর বেপারীর ছেলে মোঃ আল আমিন, ২নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক থাকা সত্যেও তাকে ভোলা জেলা ছাত্র দলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এ বিষয়টি সংগঠনের নীতিমালা লঙ্গণ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সূত্রে আরো জানাগেছে, আলআমিনের কোন শিক্ষাগত যোগ্যতা নেই। সে মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখা-পড়া করেছে এবং কমিটি গঠনের ফরমে আলআমিন তথ্য গোপন করেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে সংগঠনের যথাযথ নিয়মে ভোলা জেলা ছাত্র দলের কমিটিকে অনুমোদন দেয়ার জন্য কেন্দ্রীয় নেতা কর্মীদের কাছে অনুরোধ জানান, ভোলা জেলা ছাত্র দলের দীর্ঘদিনের পরীক্ষিত ত্যাগী নেতা ও কর্মীগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!