ভোলা-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ।

মো. সাইফুল ইসলাম#ভোলা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সোমবার (২৬ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। প্রথম ধাপে দলটি বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের মনোনিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এই বিভাগ তিনটির বাইরের কয়েকটি জেলার প্রার্থীদের মনোনয়নের চিঠি দিয়েছে দলটি।ভোলা ১ আসনের চিঠির নীচে লেখা ছিল আন্দলিভ রহমান পার্থ। তিনি বিজেপির চেয়ারম্যান। এছাড়াও এই আসনে বিএনপির গোলাম নবী আলমগীর ও হায়দার লেলিনের নাম ও রয়েছে।তবে এর মধ্য ব্যারিষ্টার আন্দালিভ রহমান পূর্ন মনোনয়ন পেয়েছেন। তিনি ২০০৮ সালে নির্বাচনে সংসদ সদস্য হিসেবে টিকিট পান যদিও সে বছর আওয়ামী লিগ বিজয়ী সরকার গঠন করে। এ বছর তিনি মনোনয়ন পেয়ে আশাবাদী নির্বাচনে জয়লাভ করার।এছারা এই আসনে আওমালীগের হয়ে প্রতিদন্দিতা করবেন তোফায়েল আহমেদ।যিনি গত সংসদ নির্বাচনে ভোলা ১-আসনের এমপি হয়েছেন এবং বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রী ছিলেন। এছাড়া এই আসনটিতে ইসলামী স্বাশনতন্ত্র_চরমোনাই থেকে মনোনয়ন প্রত্যাশী মাওলানা ইয়াসিন নবীপুরি। বিভিন্ন প্রার্থীদের মনোনয়ন এবং জাতীয় নির্বাচনের বিষয় নিয়ে আসনটিতে চাঞ্চ্যল্য অবস্থা বিরাজ করছে।জনগন বলছে তাদের পছন্দ অনুযায়ী প্রার্থী বেছে নিবে। যিনি এলাকার উন্নয়ন করবে,এবং তাদের পাশে থাকবে তাকে ই তারা ভোট দিবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!