সোনারগাঁয়ে শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালন করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১১:৩০ টায় সোনারগাঁ উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসক সোনারগাঁ (ইউএনও) আতিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।

এর পর বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এছারাও আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহা, ভাইস চেয়ারম্যান মোশাররফ ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবিব তালুকদার সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা শেখ কামালের জিবনী নিয়ে আলোচনা করেন।

উল্লেখ যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন শেখ কামাল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!