এসএসসি ২০২০ পরীক্ষার মেধাবৃত্তিতে সোনারগাঁয়ে শীর্ষ তালিকায় সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এস আর স্কুল এন্ড কলেজ

নিজস্ব প্রতিবেদকঃ এসএসসি ২০২০ খ্রিঃ পরীক্ষায় মেধা বৃত্তিতে দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এস আর স্কুল এন্ড কলেজ । বৃত্তিপাপ্ত শিক্ষার্থীরা হলো বিজ্ঞান বিভাগের শাহরিয়ার ফাহিম (২৩২৩৭৫), রিয়াদ আহম্মেদ (২৩২৩৭৬) এবং মানবিক বিভাগের সোয়াইব হাসান (৪৪৯৭৫৭) ও সাফিউল ইসলাম সৌরভ (৪৪৯৭৫৮) তাদের এ সাফল্যে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এস আর স্কুল এন্ড কলেজে সুনাম বৃদ্ধি করায় পরিচালক মহোদয় ও বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাজ্জাদুর রহমান সহ সকল শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জানা যায় যে,এবারের এসএসসি ২০২০ খ্রিঃ পরীক্ষায় নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের মধ্য থেকে ৭১ জন ট্যালেন্টপুল ও ৪২০ জন সাধারন এবং ২৪ জন উপজেলা কোটায় বৃত্তিলাভ করে। এর মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ট্যালেন্টপুলে ৬ জন সাধারন ১৭ জন ও উপজেলা কোটায় ৪ জন সহ মোটা ২৭জন বৃত্তিলাভ করেছে।
পঞ্চমী ঘাট স্কুল থেকে ট্যালেন্ট পুলে ৩ জন, সাধারন ৪ জন, মোট ৭ জন।
সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এস আর উচ্চ বিদ্যালয়ে সাধারন গ্রেডে ৪ জন। সাদিপুর উচ্চ বিদ্যালয়ে সাধারন গ্রেডে ৩ জন ,
,মোগরাপাড়া এইচ,জি,জি,এস সরকারি বিদ্যায়তন থেকে ট্যালেন্ট পুলে ১ জন ও সাধারন ১ জন,
বারদীর স্কুল এন্ড কলেজের ১ জন ট্যালেন্টপুল,
পেরার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ট্যালেন্ট পুল ১ জন,
সোনারগাঁ জি আর স্কুলের সাধারন গ্রেড ১ জন,
সোনারগাঁ পাইলট গার্লস স্কুলে সাধারন গ্রেডে ১
হোসেনপুর এস,পি ইউনিয়ন স্কুলে সাধারন গ্রেডে ১ জন
গোয়াল পাড়া উচ্চ বিদ্যালয়ে সাধারন গ্রেডে ১ জন।
দবিরউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয়ে সাধারন ২জন,সাধারন উপজেলা কোটায় ২ জন।
মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ সাধারন উপজেলা কোটায় ১ জন।
সিনহা উচ্চ বিদ্যালয়ে উপজেলা কোটায় ১ জন,
মেধাবৃত্তি বা ট্যালেন্ট পুল প্রাপ্ত শিক্ষার্থীরা প্রত্যকে মাসিক ৬০০/-ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যকে মাসিক ৩৫০/- টাকা হারে বৃত্তি পাবে।এছাড়া বই ও যন্ত্রপাতি ক্রয়ের অনুদান হিসেবে ট্যালেন্ট পুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি বংসর ৯০০/- ও সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ৪৫০/- টাকা এককালিন অর্থ সহায়তা পাবে।এ বৃত্তি শিক্ষার্থীরা জুলাই ২০২০ খ্রিঃ থেকে জুন ২০২২ পর্যন্ত মোট ২ বছর পাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!