ওটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬১ শতাংশ জমি জরিপ সম্পন্ন

সকালবিডি টোয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের
সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ডে ২১ নং ওটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬১ শতাংশ জমি জরিপ সম্পন্ন হয়েছে।

গত (২৫ মে, রোজ: বৃহস্পতিবার) সকালে সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া এর নেতৃত্বে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন ভুঁইয়া এর উপস্থিতিতে ২১ নং ওটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬১ শতাংশ জমি সুন্দর ভাবে মাফ এর জরিপ সম্পন্ন করে সীমানা নির্ধারণ করা হয়। ও উভয় পক্ষের সম্মতিতে গ্রাম বাসীর উপস্থিতিতে এ সীমানা নিধারন করে টিনের ভেড়া করে দেয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জামপুর ইউপি সদস্য বদরুজ্জামান বদু, ইউপি সদস্য মনির হোসেন, আওয়ামী লীগ নেতা তৈয়র আলী প্রধান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মালেক মিয়া, জামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান, ছাত্তার ভূঁইয়া, চানমিয়া প্রধান, উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু হোসেন চৌধুরী লিপন, সহ সভাপতি দেওয়ান কামাল, বিদ্যুৎ শাহী জিসান চৌধুরী, সাগর চৌধুরী, নজরুল ইসলাম স্বপন, রতন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জরিনা বেগম, বিশিষ্ট সমাজ সেবক আক্তারুজ্জামান ভুঁইয়া, লিটন চৌধুরী, মোঃ সেলিম মিয়া, আব্দুল খালেক, রেজু মিয়া, আওলাদ চৌধুরী সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, ও গণ্যমান্য ব্যাক্তির্বগরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!