ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ মেধাবী শিক্ষার্থীর বৃত্তি লাভ

জুয়েল তায়িফ, ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ এবং রসায়ন বিভাগের ৪ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ড. মালিহা খাতুন-নুরুল হুদা ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- রসায়ন বিভাগের সামিন ইয়াসার ও অমৃত কুমার এবং গণিত বিভাগের সুখি আখতার ও রিয়াজুল করিম সাকিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামুজ্জামান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন মানুষের কল্যাণে শিক্ষার্থীদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!