বঙ্গবন্ধু একটি সংগ্রাম ও একটি ইতিহাস– প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জাকির হোসেন।

নিজস্ব প্রতিবেদকঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম না হলে আমরা বাংলাদেশের মানুষ তথা
বাঙ্গালি হিসেবে কখনোই পরিচয় দিতে পারতাম না। বঙ্গবন্ধু একটি সংগ্রাম ও একটি ইতিহাস।বঙ্গবন্ধু জন্য আমরা পেয়েছি স্বাধীনতা। পাকিস্তানী শাসকগোষ্ঠীর পা,চাটা দালাল রাই ১৫ আগস্টে জাতির জনক কে হত্যা করেছিলো। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ সোমবার উপজেলা শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা এস.এম মাজহারুল হক অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা, মিল্লাদ মাহফিল ও কাঙ্গালিভোজ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২, আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। প্রাথমিক শিক্ষক সমিতির আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি মো. লোকমান হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদ সিরাজুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি মুজ্জামেল হক জুয়েল, সাবেক ভিপি নাঈম আহমেদ মোল্লা, সাবেক ভিপি আমির হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, আড়াইহাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যায়ের সহকারি শিক্ষক মাহাবুব ও জাহাঙ্গীর আলম সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!