বৃষ্টির মধ্য দিয়ে শেষ হলো সাত কলেজের ভর্তি পরীক্ষা

কেএনজিসি প্রতিনিধিঃ কার্তিকের গুড়িগুড়ি বৃষ্টি আর মৃদু হাওয়ার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ( ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। এই পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো ঢাবি অধিভুক্ত সাত কলেজে এ বছরের ভর্তি পরীক্ষা।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা সময়ে রাজধানীর ১০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

এ বছর সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৪ হাজার ৩৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩০ হাজার ৮২৮ টি। এরমধ্যে ঢাকা কলেজে আসন সংখ্যা দুই হাজার ৪২৫টি, ইডেন মহিলা কলেজে আসন সংখ্যা তিন হাজার ১৫৫টি, সরকারি তিতুমীর কলেজে তিন হাজার ৩০০টি, কবি নজরুল সরকারি কলেজে এক হাজার ৬০০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এক হাজার ২৫০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে এক হাজার ১৮০টি ও সরকারি বাঙলা কলেজে আসন রয়েছে এক হাজার ৪৪০টি।

উল্লেখ্য, গত ৫ এবং ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য ইউনিটে পাসের হার প্রায় ৭৩ শতাংশ এবং বিজ্ঞান ইউনিটে পাসের হার ৫৭.৭০ শতাংশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!