বেইস ইন্সটিটিউটে অভিভাবক সমাবেশ ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা অবস্থিত বেইস ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BIST) এর উদ্যোগে প্রতিষ্ঠানে অধ্যক্ষ ইঞ্জি.মো মাছুম ভূইয়ার সভাপতিত্বে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ, মাদক ও জঙ্গিবাদ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেইস ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (BIST) চেয়ারম্যান, মোস্তফা জামান রিপন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেইস ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডাইরেক্টর আসাদুজ্জামান নয়ন।

বক্তারা বক্তব্যে বলেন, বাংলাদেশ কারিগর শিক্ষায় বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের তথা বিদেশের উন্নয়নে অবদান রাখছে। তাই শিক্ষার্থীরা প্রকৃত কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। সমাবেশে ইনস্টিটিউটের সকল বিভাগীয় প্রধান, ইনস্টক্টর, কর্মকর্তা-কর্মচারী, প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!