ভোলায় শিক্ষকদের বার্ষিক প্রবিদ্ধি ও বৈশাখী ভাতা ঘোষনায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও আনন্দ মিছিল

মো. সাইফুল ইসলাম: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত ৮ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনসহ অন্যান্যরা। সভাশেষে মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা ও ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা দেন।আগামী বৈশাখ থেকে শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতা পাবেন। এ বাবদ এক বছরে ১৭৭কোটি ২৭ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়হবে। পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির জন্য বছরে ব্যয় হবে ৫৩১ কোটি ৮২ লাখ টাকা।এরই ধারাবাহিকতা বজায় রেখে আজকে ভোলা সদর উপজেলায় আয়োজিত হয়েছে এক আনন্দ সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন ভোলা উপজেলার আওতাধীন সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার এমপি বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী জনাব মোঃ তোফায়েল আহমেদ । তিনি সকলকে আশ্বাস দেন ভবিষ্যতে শেখ হাসিনা সকলের পাশে থাকবেন। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন তাকে অভিনন্দন জানায়। পরে শিক্ষকেরা সন্তুষ্ট প্রকাশ করে একটি আনন্দ মিছিল বের করে ভোলা সদর উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোকে প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!