সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তির ফলাফলে ভট্টপুর মডেল স্কুল সেরা

সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তির ফলাফলে ভট্টপুর মডেল স্কুল সেরা

সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গত তিন বছর ধরে বৃত্তি প্রাপ্তির দিক থেকে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।আজ রবিবার প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০১৮ ফলাফলের উপর ভিত্তি করে বৃত্তি প্রদানের ফলাফল প্রকাশিত হয়।ফলাফলে দেখা যায় সোনারগাঁয়ে ১১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৮ সালের সমাপনী পরীক্ষা ফলাফলে ৮৯ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ১১৭ জন শিক্ষার্থী সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। যার মধ্য ১১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ৬ জন শিক্ষার্থী সাধারন গ্রেডে বৃত্তিলাভ করেছে।১৭ টি বৃত্তিলাভ করে সোনারগাঁ উপজেলায় বরাবরের মতো সেরা হয়েছে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে প্রধান শিক্ষক বি আর বিলকিস বলেন,আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের ফল আমরা পেয়েছি। বৃত্তিপ্রাপ্ত সোনামনিদের অভিনন্দন ও তাদের উজ্জ্বল ভবিষৎ কামনা করছি।আগামীতেও এ ফলাফলের ধারা বজায় রাখতে সবার সহোযোগিতা চাই। বিদ্যালয়ের কৃতিত্ব পূর্ণ ফলাফলের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সভাপতি আবু নাইম ইকবাল বলেন,ফলাফলে আমরা সবাই আনন্দিত। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের অভিনন্দন। শিক্ষক ও অভিভাবকদেরও ধন্যবাদ জানাচ্ছি।তাঁদের পরিশ্রমের ফসল তাঁরা পেয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!