সোনারগাঁয়ে সাংস্কৃতিক উৎসব পালিত

সোনারগাঁয়ে সাংস্কৃতিক উৎসব পালিত

নিজস্ব প্রতিনিধিঃ

সৃজন উন্নয়নে বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সোনারগাঁ উপজেলায় সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছে। বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজয় ফুল তৈরী প্রতিযোগিতা রচনা আবৃত্তি, চিত্রাংকন ও দেশাত্মবোধক গান, দলীয়গানসহ ৫টি বিষয়ের উপর এ প্রতিযোগিতা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলামের সভাপতিতেএ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, এ ছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।
এ দিবসটি উপলক্ষে সকাল থেকে উপজেলা প্রাঙ্গণ মাঠে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।উপজেলা পর্যায়ের বিজয়ীগণ আগামী ২ নভেম্বর জেলায় পর্যায়ে প্রতিযোগীতার অংশগ্রহন করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!