সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ে ব্যাগ বিতরণ উদ্ধোধন করলেন ডিসি

সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ে ব্যাগ বিতরণ উদ্ধোধন করলেন ডিসি

মিমরাজঃনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে সোনারগাঁ বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (০৬ আগস্ট) আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে।

সনমান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল ইসলাম, সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, চরলাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ইউপি সদস্য হারুন অর রশিদ, ফিরোজ হোসেন, মোমেন সরকার,লুৎফা,শাহীনা ও প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভাল ছাত্র নয়, ভাল মানুষ হওয়া সবচেয়ে বেশী প্রয়োজন। তাহলেই দেশ এগিয়ে যাবে। স্কুলে যেন শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে। খেলাধুলা থেকে দুরে থাকলে তারা মাদক ও নানা খারাপ কাজে জড়িয়ে পড়বে। তাই প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রতিদিন একটি ভাল কাজ করার আহবান জানান। আরো বলেছেন, কলেজে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া হবে না। প্রতিটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে ও শিক্ষকদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, ‘কয়জন শিক্ষার্থী বলতে পারবে কয়জন ভাষা সৈনিকের নাম? স্বাধীনতা কী? কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? মোবাইল ফোনে ডুবে থাকার কারণে তারা ইতিহাস জানতে পারে না।’

অনুষ্ঠানের সনমান্দী ইউনিয়নের ৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৮’শ জন শিক্ষার্থীর মাঝে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (এলজিএসপি-৩) এর আর্থিক সহায়তায় এ ব্যাগ বিতরন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!