হাজী মতিউর রহমান সরকার স্কুলের সভাপতির পদ নিয়ে তদন্ত

হাজী মতিউর রহমান সরকার স্কুলের সভাপতির পদ নিয়ে তদন্ত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
সোনারগাঁ উপজেলায় হাজী মতিউর রহমান সরকার উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচনে সভাপতি পদটি নির্বাচনটি সঠিক হয়নি বলে নির্বাচন রিটার্নিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি মতিউর রহমান। তিনি ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড বরাবার এ অভিযোগটি করেন। পরে ঢাকা শিক্ষা বোর্ড নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসারকে বিষয়টিকে তদন্তের নির্দেশ দেন।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অভিযোগের বিষয়টি তদন্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, একাডেমিক সুভাইজার কাজল চন্দ্র পাল, এছাড়া মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, অভিভাবক সদস্য ইলিয়াস হোসেন, কবির হোসেন, শেখ ফরিদ, মহিলা অভিভাবক সদস্য সেলিনা আক্তার, শিক্ষক প্রতিনিধি হারুন অর রশিদ, রবিউল ইসলাম, মহিলা শিক্ষক প্রতিনিধি তাসলিমা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

গত ৩০ আগস্ট বৃহসপতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে সভাপতি নির্বাচনের জন্য অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি, দাতা সদস্য গনের উপস্থিতিতে গোপন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। নির্বাচনে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারীর মাধ্যমে বিজয়ী সভাপতি মোহাম্মদ আলীকে ঘোষণা করা হয়। সে সময় সাবেক সভাপতি হাজী মতিউর রহমান সরকার কোন প্রকার অভিযোগ করা হয়নি।

পরবর্তিতে সাবেক সভাপতি হাজী মতিউর রহমান সরকার ঢাকা শিক্ষা বোর্ড বরাবর সভাপতি নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেন। জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম তদন্ত কওে সাবেক সভাপতি মতিউর রহমানের অভিযোগটির কোন প্রকার সত্যতা পান নি। তার অভিযোগটি সম্পুর্ণ মিথ্যা প্রমানিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!