প্রকাশিত হলো নেয়ামুল নাসিরের কাব্যগ্রন্থ “মধ্যবিত্ত”

অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উপলক্ষে নেয়ামুল নাসিরের “মধ্যবিত্ত” কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে।অন্যপ্রকাশ পাবলিকেশন বইটি প্রকাশ করছে। কাব্যগ্রন্থটিতে মধ্যবিত্তদের জীবনচরিত, ঋতু বৈচিত্র্য সহ সমসাময়িক বিষয় নিয়ে মোট ৫৩ টি কবিতা রয়েছে।

সমাজে মধ্যবিত্তদের কষ্ট, পদে পদে অন্যায় অবিচার নৈরাজ্য, সামাজিক অবক্ষয় কবিকে বিষিয়ে তুললে সে প্রতিবাদি হয়ে ওঠে এবং কলম তুলে প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নেয় কবিতা। এইসব কবিতা পত্রিকাসহ সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে; হৃদয়কে ছুঁয়ে গেছে।কবিতার মাধ্যমে এখানে আমাদের চারপাশে নানা বিষয়সমুহ চেতনার বিচিত্র অলিগলির অবয়ব প্রতিবাদি ভাষায় ফুটে উঠেছে।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে শত লাইনে- বঙ্গবন্ধু কবিতাটিও এ গ্রন্থের মধ্যে রয়েছে। অমর একুশে গ্রন্থমেলায় অন্যপ্রকাশ পাবলিকেশনের প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে।

কবি নেয়ামুল নাসির বলেছেন, সকলের আন্তরিক অনুপ্রেরণায় লেখার লেখার মধ্যে বেঁচে থাকতে চাই অনন্তকাল। সবার কাছে বইটির সাফল্যের জন্য তিনি আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!