সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজন এ বিজয় দিবস পালন

নিউজ ডেস্কঃ
সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে নানা আয়োজনে ও আনন্দ উদ্দিপনার মধ্যে দিয়ে বুদ্ধিজীবি স্মৃতি স্তম্ব ও বঙ্গবন্ধুর ভার্ষযে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন।

বিজয় দিবস উপলক্ষ্যে প্রথমে প্রহরে ৪৮ বার তোপধ্বনির মাধ্যমে পৌরসভার শহীদ মজনু পার্কের বুদ্ধিজীবি বিজয় স্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
এসময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান ,সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হুসাইন,সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান মনির,কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোঃ মোজাফফর হোসেন, সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা,সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,বারদী ইউনিয়ন এর চেয়ারম্যান জহিরুল ইসলাম, নোয়াগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,সোনারগাঁও উপজেলা ভূঁইয়া ফান্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল ভূঁইয়া সহ প্রমূখ।
বুদ্ধিজীবি স্মৃতি স্তম্বে শ্রদ্ধা শেষে তারা বাংলাদশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর ভার্ষযে ফূল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন শেষে শেখ রাসেল স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক কুচাআওয়াজ এ যোগ দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!