ঐতিহ্যবাহী নরসিংদী সরকারি কলেজে ১ম বারের মতো অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ

ঐতিহ্যবাহী নরসিংদী সরকারি কলেজে ১ম বারের মতো অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ

মিমরাজঃ ঐতিহ্যবাহী নরসিংদী সরকারি কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ। শনিবার সকালে ২০১৭-১৮ সেশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ প্রশাসনের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে কলেজের কুষ্ণচূড়া চত্বরে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠার পর এই প্রথম নরসিংদী সরকারী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হলো। প্রথম অভিভাবক সমাবেশে কলেজের শিক্ষকদের সাথে সরাসরি মত বিনিময় করেন অভিভাবকরা।
অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা বেগম। আহবায়ক ছিলেন গণিত বিভাগের প্রধান সহকারী অধ্যাপক হাবিবুল আলম। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদ এর সাধারন সম্পাদক আতাউর রহমান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আমির হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আব্দুল হালিম ভুইয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কলেজ সংসদের সাবেক ভিপি মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু, সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শিব্বির আহমেদ শিবলী, সাধারণ সম্পাদক রাব্বির হোসেন অতুল, কলেজ সংসদের সাবেক ক্রীড়া ও বার্ষিকী সম্পাদক ইব্রাহীম খলিল তুহিন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!