কালিয়াকৈরে নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার (২০তম ব্যাচ-পুরুষ) এর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

আশরাফুল সিকদার কালিয়াকৈর :-

শনিবার সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে বাহিনীর নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার (২০তম

ব্যাচ-পুরুষ) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে মেজর জেনারেল কাজী শরীফ

কায়কোবাদ, এনডিসি, পিএসসি, জি মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা

বাহিনী, নিমাই কুমার দাস, উপ-মহাপরিচালক ও কমান্ড্যান্ট (আনসার-ভিডিপি একাডেমি), কর্ণেল মোঃ কামাল মামুন, উপ-

মহাপরিচালক (প্রশাসন), মোঃ মাহবুব উল ইসলাম, উপ-মহাপরিচালক (অপারেশনস্), মোঃ শাহ্বুদ্দিন, উপ-মহাপরিচালক

(প্রশিক্ষণ), মোঃ ফিরোজ খান, উপ-মহাপরিচালক (ঢাকা রেঞ্জ এবং ঢাকা মহানগর আনসার)-সহ বাহিনীর সদর দপ্তর ও একাডেমির

উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৯৭২ জন নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার ৬ (ছয়) মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচাকাওয়াজ

অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন। এ সময়

প্যারেড কমান্ডার উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট, বরিশাল, সৈয়দ ইফতেহার আলী প্রধান অতিথির সাথে ছিলেন। পরে

প্রশিক্ষণার্থীগণ ৬ সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। এরপর প্রধান অতিথি মেজর জেনারেল কাজী

শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি, জি মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কৃতী ও চৌকস

প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। উক্ত মৌলিক প্রশিক্ষণে-(১) চৌকস প্রশিক্ষণার্থী মোঃ রাসেল খঁান, (২) ফায়ারে

মোঃ মাহামুদুল এবং (৩) ড্রিলে সম্রাট মোল্যা প্রথম স্থান অধিকার করেন।

পুরস্কার শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে বাহিনীর সুনাম এবং ভাবমূর্তি অক্ষুন্ন রেখে অর্পিত দায়িত্ব-কর্তব্য

সঠিকভাবে পালনের জন্য সকলকে নির্দেশ দেন। পরিশেষে মনোমুগ্ধকর এ মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান

প্রদর্শনের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। পরে সংঘবদ্ধ মার্চ পাস্ট এর মাধ্যমে কুচকাওয়াজের সমাপ্তি ঘটে। কুচকাওয়াজ

শেষে সদস্যরা বুত্থ্যান মহড়া প্রদর্শন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!