নুনেরটেকে ( মায়াদ্বীপ) বন্যার্তদের মাঝে এাণ বিতরণ।

নুনেরটেকের (মায়াদ্বীপ) বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মোঃ নাহিদ( নিজস্ব প্রতিবেদক):
সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের
নুনেরটেক গ্রামের তরুণ প্রজন্মের দুই আইকন
বাহরাইন প্রবাসী শুকুর আল মাহামুদ ও সমাজ সেবক
মোঃ জামান এর উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় ঈদ উপহার ও ত্রান সামগ্রী
বিতরণ করা হয়েছে। ঈদ উপহার ও ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন জনাব, রোবায়েত হোসেন শান্ত (কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ),মোঃ হুসেন(গনযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি),এড.ফিরোজ(সাধারণ সম্পাদক, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি) , মোঃ হুসেন(সহ-সভাপতি, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি), মোঃ জজ মিয়া,মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোসলে উদ্দিন,মাজহারুল, ছানোয়ার,মানিক,নাহিদ,সাদ্দাম,সোহাগ,ইঞ্জিঃ হাসান, ইঞ্জিঃ সাওন,সবুজ,মনির,
নাজির,আকাশ,মান্নান এবং এলাকার গন্য-মান্য ব্যক্তিবর্গ।নুনেরটেকের রগুনারচর,গুচ্ছগ্রাম, সবুজবাগ সহ প্রায় শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপহার ও ত্রান সামগ্রী
বিতরণ করা হয়েছে।

ইতি পূর্বে করোনার প্রথম থেকে শুকুর আল মাহামুদ,জামান সহ আরও অনেক নিজের সামর্থ্য অনুযায়ী করোনা চলাকানীন যথেষ্ট পরিমান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিলো। চারদিকে নদী বেষ্টনী ঘেরা অবহেলিত গ্রাম নুনেরটেক। গ্রামের সাধারণ মানুষগুলো অতি সহজ সরল প্রাণে ব্যক্তিদের দেখার কেউ নাই,তাই অত্র গ্রামের মানুষ গুলো বিভিন্ন এলাকায় বসবাস রত এবং প্রবাস থেকে নিজের গ্রাম ও গ্রামের সাধারণ মানুষ গুলো ভালবাসেন তারই স্মরণে প্রতিনিয়ত সামর্থ্য মতো সহযোগিতা করে যাচ্ছেন।তাদের মধ্যে মোঃ শুকুর আল মাহামুদ এবং মোঃ জামাম উল্লেখযোগ্য।

সোনারগাঁয়ের বিত্তবান ও সমাজ সেবক দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন এই দুর্যোগ মুহূর্তে বিত্তবানরা এগিয়ে আসার আহবান করেন।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!