বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলে আশ্রয় দেবে পুলিশ!

প্রেম করেছেন; অথচ দুই পরিবার মেনে নিচ্ছে না। পারিবারিক আপত্তির কারণে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে হচ্ছে যেসব জুটিকে, তাদের জন্য এটি সত্যিই সুখবর। বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলে আশ্রয় দেবে পুলিশ। এমন ঘোষণা দিয়েছেন ভারতের রাজস্থান সরকারের পুলিশ দফতর।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রাজস্থান সরকারের পুলিশ সদর দফতর পলাতক দম্পতিদের জন্য ‘শেল্টার হোম’ তৈরির কথা ভাবছে।

রাজস্থান পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জঙ্গা শ্রীনিবাস রাও জানান, পলাতক দম্পতিদের যাতে কোনো বিপদে পড়তে না হয়, সে কারণেই এই শেল্টার হোমের ভাবনা।

তিনি বলেন, পুলিশের সদর দফতর থেকে রাজ্যের সব জেলার পুলিশকে এমন সমস্যায় পড়া সদ্য বিবাহিতদের সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া পলাতকদের সাহায্যের জন্য সব পুলিশ রেঞ্জ ও জেলা স্তরে সিনিয়র মহিলা পুলিশ অফিসারও মোতায়েন করা হবে।

 

তানজির আহম্মেদ সানি তপদার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!