ভোলায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন

ভোলায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন
ভোলা প্রতিনিধিঃ ভোলায় নানা প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকালে দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
পরে শেখ রাসেলের স্মরনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সহধর্মীনি সাহেলা সোহানী। আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা আবৃত্তি শিল্পী বাংলাবাজার ফাতেমা খানম কলেজের প্রভাষিকা রহানা ফেরদৌস, লেডিস কাবের সম্পাদিকা খাদিজা স্বপ্না, শিক্ষিকা আসমা আক্তার সাথী সহ প্রমুখ।
এসময় জেলা প্রশাসক বলেন, ১৫ আগস্টের কালো রাতে কিছু সংখ্যক খুনী দেশ বিরোধী লোক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। তারা রেহাই দেয়নি ছোট্ট শিশু রাসেলকেও। পকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্য করেনি এতদিন তাদের কারাগারে আটকে রাখার পরও। কিন্তু আমাদের দেশের মানুষই হত্যা করেছে তাদের। ভাগ্যক্রমে বেঁচে গেছিলেন শেখ হাসিনা না হলে দেশ আজো পিছিয়ে থাকতো। এত উন্নয়ন সম্ভব হতো না। আলোচনা সভা শেষে বিজীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিরা ও কেক কাটেন। কেক কাটা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিশু একাডেমি ভোলার শিল্পীদের পরিবেশনায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!