মির্জাপুরে লকডাউন না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আশরাফুল সিকদার, চীফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে কঠোর লকডাউন না মানায় ব্যবসায়ী,পথচারী ও ড্রাইভারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: হাফিজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মো: জুবায়ের হোসেন পৌরশহর ও বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, করোনাভাইরাস ব্যাপকহারে বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য সারাদেশ কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এই নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ায় এবং অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখায় ব্যবসায়ী,পথচারী ও ড্রাইভারকে ১৭ টি মামলায় মোট ২৯ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!