মুজিববর্ষ উপলক্ষে সনমান্দী ইউনিয়নে করোনাকালীন ত্রাণ বিতরণ

নিউজ ডেস্কঃ করোনাকালীন ২য় সংকট মোকাবিলায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্থ প্রায় ৬৭৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

উন্নয়ন সহযোগী সংস্থা বাসমাহ ফাউন্ডেশন ও জাহিদ হাসান জিন্নাহ সমর্থক গোষ্ঠীর এর আয়োজনে ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টার সময় সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের বঙ্গবন্ধু আধুনিক লাইব্রেরীর মাঠে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম শুরু করেন সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।

উল্লেখ্য, এ কার্যক্রমের আওতায় সনমান্দী ইউনিয়নের ৬৭৫টি পরিবারকে ৫ কেজি চাল, ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি ডাল বিতরন করেন।

এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী জসীম উদ্দীন চৌধুরী, সনমান্দী ইউনিয়ন কৃষকলীগ এর সভাপতি মোঃ জামাল হোসেন, সনমান্দী ইউনিয়ন পরিষদ ২ং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম, ৭,৮,৯ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা সদস্য শাহিনা আক্তার, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, আল-আমিন, তরিকুল ইসলাম সহ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!