শেরপুরে ভাষা সৈনিক পরিবারের সংবর্ধনা

লেমন মিয়া, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উপলক্ষে
আলোচনা ও ভাষা সৈনিক পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন শেরপুর জেলা প্রশাসন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব আনার কলি মাহবুব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আতিউর রহমান আতিক এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা কমান্ড ইউনিট এর সাবেক কমান্ডার জনাব আ স ম নুরুল ইসলাম হিরো, শেরপুর পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া, বাংলাদেশ কৃষি সম্পাসারণ অধিদপ্তর শেরপুর জেলার উপ-পরিচালক জনাব মোঃ আশরাফ উদ্দীন। আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট, সুশীল সমাজের নেতা কর্মী, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সাধারন মানুষ। অনুষ্ঠানের শুরুতে বুধবার রাতে ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে মৃত ব্যক্তিদের রূহের মাগফেরাত কামনায় সকলে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। ভাষা সৈনিক পরিবারের সদস্যদের বরণ করে নেন শেরপুর জেলার বিজ্ঞ ম্যাজিস্টেট বৃন্দ। তারপর অতিথি বৃন্দ বক্তব্য রাখেন এবং বক্তব্যে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” এর তাৎপর্য তুলে ধরেন। বক্তব্যের এক পর্যায়ে মাননীয় হুইপ মহোদয় ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রশাসক জনাব আনার কলি মাহবুব বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া লক্ষ্যে যুবসমাজকে জাগ্রত হওয়ার আহব্বান জানান। পরবর্তীতে ভাষা সৈনিক পরিবারের সদস্যের হাতে স্ক্যার্টস তুলে দেন হুইপ মহোদয় ও জেলা প্রশাসক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!