সোনারগাঁয়ে মাদকের আস্তানা ভেঙ্গে রেলওয়ের জমি উদ্ধার

সোনারগাঁয়ে রোহালি কোম্পানির দখলে থাকা রেলওয়ের প্রায় এক বিঘা জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে জাঁমপুর ইউনিয়নের বস্তল এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-মামুন এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার জাঁমপুর ইউনিয়নের বস্তল এলাকায় অবস্থিত রোহালি কোম্পানির মালিক জহির তারেক র্দীঘদিন ধরে রেলওয়ের এক বিঘা জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেন। এর পর থেকে সেখানে মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন অভিযোগে শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে সীমানা প্রাচীরসহ সকল স্থাপনা ভেঙ্গে দেয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-মামুন বলেন, এ জমিতে সীমান প্রাচীর দেওয়ায় সেখানে মাদক সেবনসহ অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন অভিযোগে সীমানা প্রাচীরসহ সকল স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!