ভর্তি পরীক্ষার্থীদের পাশে কবি নজরুল কলেজ ছাত্রলীগ

ক্যাম্পাস প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহযোগিতা করছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ।

শিক্ষার্থীদের মাক্স, কলম, খাবার পানি, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। ভর্তি পরীক্ষার সময় সকাল ৮:০০টা থেকে ১১ টা পর্যন্ত নেতাকর্মীরা নিরলসভাবে পরিশ্রম করেন। ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতার সময় উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম (পাভেল), সাবেক সহ-সম্পাদক মোঃ নোবেল খান সহ কবি নজরুল কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী।

গত ৫ এবং ৬ই নভেম্বর সাত কলেজের বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতার সময় উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বি এম নাজমুল ইসলাম ও সাবেক সাংগঠনিক সম্পাদক সায়েদিন খান ফাদি সহ আরো অনেক নেতাকর্মী।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতার বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম (পাবেল) বলেন, দূর দুরান্ত থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের যেন কোন ধরনের অসুবিধা না হয় সেই জন্য আমার ঐক্যবদ্ধভাবে কবি নজরুল কলেজ ছাত্রলীগ কাজ করছি। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ সবসময় পাশে ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাশে থাকবে।

উল্লেখ্য, কবি নজরুল কলেজ ছাত্রলীগের পাশাপাশি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরাও ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহযোগিতা করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!