স্তন ক্যান্সার সচেতনতায় বিশেষ আলোচনা সভা

“সচেতন হই সচেতন করি”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে দুই দিন ব্যাপি কর্মসূচিতে গতকাল ২৫ অক্টোবর অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হিমু পরিবহন এর যৌথ প্রযোজনায় এবং বেকম ফার্মাসিউটিক্যালস লিঃ এর সহযোগিতায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে স্তন ক্যান্সার বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ বিকাল সাড়ে তিন টায় সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও ডাকসু সদস্য ফরিদা পারভিন, হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী সায়লা এবং হল সংসদ সদস্য। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রোকাইয়া সুলতানা রুমা(এম বি বি এস,বি এস এম এম ইউ) অনকোলজি বিভাগ।

তিনি তার বক্তব্যে ব্রেস্ট ক্যান্সারের কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে বিশেষ ভাবে বলেন। তিনি বলেন যে,প্রতিবছর আমাদের দেশে শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ২২%নারী। এর মধ্যে ২০-২২ বছরের বেশি এবং ৭০%বিনা চিকিৎসায় মারা যায়।

আলোচনা শেষে বলা হয়,ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে শুধু শহর বা ঢাবির হল গুলোতে সীমাবদ্ধ না রেখে গ্রাম পর্যায়ে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহবান জানান যাতে করে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।

2 thoughts on “স্তন ক্যান্সার সচেতনতায় বিশেষ আলোচনা সভা

    1. অবশ্যই আছে, আপনার নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। তারা এ ব্যাপারে আপনাকে সঠিক নির্দেশনা দিয়ে সহযোগীতা করতে পারবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!