কক্সবাজারে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ৩

By | অক্টোবর 20, 2018

কক্সবাজার শহরের বিসিক এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকার এক লাখ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। আজ সকালে ইয়াবাসহ আটক করা হয়।
এসময় পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মো. জোহর (৩৫), মো. বেলাল (২২) ও মো. ছদরুল আমিন (২১)। এদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, একটি চক্র ইয়াবা নিয়ে আসছে এমন খবরে তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।