ফুলপুরে তিন দিনে ৩ আত্মহত্যা

By | অক্টোবর 29, 2018

ময়মনসিংহের ফুলপুরে গত তিন দিনে ফাঁসিতে ঝুলে ও বিষপানে ৩ আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার ফুলপুর সদর ইউনিয়নের আলোকদি গ্রামের মিজানুর রহমানের মেয়ে ২ সন্তানের জননী মাহমুদা বেগম (৩৫) শনিবার দিবাগত রাতে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
জারুয়া গ্রামের ইউনুস আলী ইরাক প্রবাসী।

আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে, শুক্রবার দিবাগত রাতে সিংহেশ্বর ইউনিয়নের বনপাড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে ২ সন্তানের জনক দিনমজুর নূর উদ্দিন (৪০) বটগাছের ডালে ফাঁসিতে ঝুলে এবং বৃহস্পতিবার দুপুরে রহিমগঞ্জ ইউনিয়নের দেবোত্তর বেরুয়া গ্রামের ফয়জালির মেয়ে ১ সন্তানের জননী ফুলজান বেগম (৪০) বিষপানে আত্মহত্যা করে।

ওসি মোহাম্মদ বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।