আ.লীগের একক চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

By | ডিসেম্বর 7, 2018

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে একাধিক প্রার্থী ছিল তাদের মধ্যে একক চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

যারা আওয়ামী লীগের একক চূড়ান্ত মনোনয়ন পেলেন, তারা হলেন:- কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলাম, রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী, নওগাঁ-৫ নিজাম উদ্দিন জলিল (জন), নাটোর-১ শহিদুল ইসলাম বকুল, নড়াইল-১ বিএম কবিরুল হক, বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শমভু, পটুয়াখালী-২ আ স ম ফিরোজ,  চাঁদুপুর-১ ড. মহীউদ্দীন খান আলমগীর, লক্ষ্মীপুর-৩ একেএম শাহজাহান কামাল, চাঁদপুর-৪ মুহম্মদ শফিকুর রহমান, টাঙ্গাইল-২ তানভীর হাসান ছোট মনির, জামালপুর-১ আবুল কালাম আজাদ, জামালপুর-৫ মোজাফফর হোসেন, ঢাকা-৫ হাবিবুর রহমান মোল্লা, ঢাকা-৭ হাজী সেলিম, ঢাকা-১৭ আকবর হোসেন পাঠান ফারুক, চাঁদপুর-২ নুরুল আমিন।

উল্লেখ্য, এসব আসনে আওয়ামী লীগ প্রাথমিকভাবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।