ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষ বলায় রক্ষা পায়নি জহির পাগলা

এলাকার সবাই এক নামে চিনে জহির পাগলাকে। পেলে খায়, নয়তো সে উপস থাকে। ধানের শীষের প্রাথী ড.জালাল আজ চাঁদপুর- ২ আসনে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করবেন। খবর পেয়ে অন্যদের সাথে জহির পাগলা ছুটে যান। বেলা ১টায় ড.জালাল তার প্রয়াত পিতা-মাতার কবর জিয়ারত করতে লুধুয়া কবরস্থানে যান। অতকিত হামলা করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকমীরা। জহির পাগলা স্বভাব সুলভ ভাবে ‘ধানের শীষ, ধানের শীষ ‘ শ্লোগান দিতে থাকেন। আর যায় কই, লাঠি দিয়ে সজোরে আঘাত করে মাথা ফেটে দেয়া হয় জহির পাগলার। 

অবশ্য পুলিশ হামলাকারীদের ছএভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাকা গুলি ছোড়ে। ভাংচুর করা হয় কয়েকটি গাড়ী। আহত হয় বিএনপির অন্তত ১০জন নেতাকমী।

মতলব উত্তর প্রতিনিধি
Tag :

সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ

ধানের শীষ বলায় রক্ষা পায়নি জহির পাগলা

Update Time : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮

এলাকার সবাই এক নামে চিনে জহির পাগলাকে। পেলে খায়, নয়তো সে উপস থাকে। ধানের শীষের প্রাথী ড.জালাল আজ চাঁদপুর- ২ আসনে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করবেন। খবর পেয়ে অন্যদের সাথে জহির পাগলা ছুটে যান। বেলা ১টায় ড.জালাল তার প্রয়াত পিতা-মাতার কবর জিয়ারত করতে লুধুয়া কবরস্থানে যান। অতকিত হামলা করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকমীরা। জহির পাগলা স্বভাব সুলভ ভাবে ‘ধানের শীষ, ধানের শীষ ‘ শ্লোগান দিতে থাকেন। আর যায় কই, লাঠি দিয়ে সজোরে আঘাত করে মাথা ফেটে দেয়া হয় জহির পাগলার। 

অবশ্য পুলিশ হামলাকারীদের ছএভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাকা গুলি ছোড়ে। ভাংচুর করা হয় কয়েকটি গাড়ী। আহত হয় বিএনপির অন্তত ১০জন নেতাকমী।

মতলব উত্তর প্রতিনিধি