ধানের শীষ বলায় রক্ষা পায়নি জহির পাগলা
এলাকার সবাই এক নামে চিনে জহির পাগলাকে। পেলে খায়, নয়তো সে উপস থাকে। ধানের শীষের প্রাথী ড.জালাল আজ চাঁদপুর- ২ আসনে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করবেন। খবর পেয়ে অন্যদের সাথে জহির পাগলা ছুটে যান। বেলা ১টায় ড.জালাল তার প্রয়াত পিতা-মাতার কবর জিয়ারত করতে লুধুয়া কবরস্থানে যান। অতকিত হামলা করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকমীরা। জহির পাগলা স্বভাব… Read More »