ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তরে অবৈধ বালু মহাল এ দুই ড্রেজার চাপয় তোফায়েল সরকার নামে এক যুবক নিহত

মতলব উত্তরে অবৈধ বালু মহাল এ দুই ড্রেজার চাপয় তোফায়েল সরকার নামে এক যুবক নিহত

 

গত কাল অনুমানিক বিকাল ৪টার সময় মতলব উত্তর মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে মরহুম মাওলানা আঃ রউফ সাহেবর তৃতীয় পুত্র মোঃ তোফায়েল হোসেন সরকার (৩৮) যুবক জহিরাবাদ ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন কারী ড্রেজারের চাপায় পরে গুরুতর ভাবে আহত হয় তার পর নিকটস্থ চাঁদপুর জেলা হাসপাতে নেয় হয়। তার পর অবস্থার অবনিত হলে রাতে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে নেয়ার পর ১১.৩০ মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায় মতলব উত্তরে জহিরাবাদ, এখলাছপুর, মোহনপুর ইউনিয়নের মেঘনা নদীতে দৈর্ঘ্যদিন যাবৎ একটি প্রভাবসালি মহল জনাব কাজী মিজান ও কাজী মতিন এর নেতৃত্বে অবৈধভাবে ভাবে বালি উত্তোলন করে আসছে। যাহার ফলে অবৈধ ইজারা কালেকশন, টোকেন চেক, ড্রেজারে অবৈধ তৈল নিয়ে প্রিতযোগিতা করতে যেয়ে প্রাই এভাবে প্রাণহানি গঠছে ও পঙ্গুত্ব বরন করছেন। কিন্তু স্থানীয় প্রশাসনের অদৃস্বকারনে এ ব্যপারে নিরবতা পালন করছে বলে এলাকাবাসী জানান। এবং এলাকাবাসী সাথে কথা বলে জানায় উল্লেখিত বৈক্তিরা অবৈধভাবে এ বালু মহাল থেকে কোটি কোটি টাকার মালিক হচ্ছে। কিন্তু সরকার বিশাল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

 

Tag :

সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ

মতলব উত্তরে অবৈধ বালু মহাল এ দুই ড্রেজার চাপয় তোফায়েল সরকার নামে এক যুবক নিহত

Update Time : ০২:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯

মতলব উত্তরে অবৈধ বালু মহাল এ দুই ড্রেজার চাপয় তোফায়েল সরকার নামে এক যুবক নিহত

 

গত কাল অনুমানিক বিকাল ৪টার সময় মতলব উত্তর মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে মরহুম মাওলানা আঃ রউফ সাহেবর তৃতীয় পুত্র মোঃ তোফায়েল হোসেন সরকার (৩৮) যুবক জহিরাবাদ ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন কারী ড্রেজারের চাপায় পরে গুরুতর ভাবে আহত হয় তার পর নিকটস্থ চাঁদপুর জেলা হাসপাতে নেয় হয়। তার পর অবস্থার অবনিত হলে রাতে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে নেয়ার পর ১১.৩০ মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায় মতলব উত্তরে জহিরাবাদ, এখলাছপুর, মোহনপুর ইউনিয়নের মেঘনা নদীতে দৈর্ঘ্যদিন যাবৎ একটি প্রভাবসালি মহল জনাব কাজী মিজান ও কাজী মতিন এর নেতৃত্বে অবৈধভাবে ভাবে বালি উত্তোলন করে আসছে। যাহার ফলে অবৈধ ইজারা কালেকশন, টোকেন চেক, ড্রেজারে অবৈধ তৈল নিয়ে প্রিতযোগিতা করতে যেয়ে প্রাই এভাবে প্রাণহানি গঠছে ও পঙ্গুত্ব বরন করছেন। কিন্তু স্থানীয় প্রশাসনের অদৃস্বকারনে এ ব্যপারে নিরবতা পালন করছে বলে এলাকাবাসী জানান। এবং এলাকাবাসী সাথে কথা বলে জানায় উল্লেখিত বৈক্তিরা অবৈধভাবে এ বালু মহাল থেকে কোটি কোটি টাকার মালিক হচ্ছে। কিন্তু সরকার বিশাল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।