ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্ন পূরনের ধার প্রান্তে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন বাসী

নিজস্ব প্রতিবেদক:

উন্নয়ন এর রুপকার বাংলাদেশের সফল প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর আদর্শের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয় এর অশেষ মর্জিতে আমাদের সনমান্দী বাসীর স্বপ্ন পূরন হতে যাচ্ছে।
অলিপুরা থেকে সনমান্দী রাস্তাটা অল্প কিছু দিনের মধ্যেই পাকা হবে।

এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ২০০০০ লোক তাদের কর্মস্থলে যায়।এই রাস্তার কারনে আমাদের উন্নয়ন এ অগ্রসর হতে বাধাগ্রস্ত হচ্ছে। এই রাস্তা দিয়ে আমাদের ১৫/২০ টি গ্রাম এর জনগন চলাফেরা করেন।তার মধ্যে সনমান্দী, ছনকান্দা,বৈদ্যারকান্দী,মারবদী,কান্দাপাড়া, সাজালেরকান্দী,কাফাইকান্দা,বাবুরকান্দী সহ পার্শ্ববর্তী আরো অনেক গ্রামের লোকজন।

অবশেষে সনমান্দী ইউনিয়ন বাসীর কষ্টের দিন শেষ হতে যাচ্ছে যাদের আপ্রান চেষ্টায়।
আমাদের সোনারগাঁও এর উন্নয়ন এর রুপকার মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ (৩) আসনের এমপি মহোদয় জনাব লিয়াকত হোসেন (খোকা) এর ডিও লেটার এর মাধ্যমে।

এবং যাদের কথা না বল্লেই নয় তারা হল আমাদের সনমান্দী ইউনিয়ন এর উজ্জ্বল ভবিষ্যৎ বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক
জনাব মোঃ নজরুল ইসলাম ।

এবং আমাদের সনমান্দী গ্রামের কৃতি সন্তান আমিন মার্কেট এর মোঃ আমিন মিয়ার বড় ছেলে জনাব মোঃ জামাল হোসেন
সহ সনমান্দী গ্রামের জনাব মোঃ আব্দুর রউফ ও ছনকান্দা গ্রামের হাজী মোঃ শাহাবুদ্দীন সাহেব তারা এই রাস্তার জন্য আপ্রান চেষ্টা করেছেন এবং নিজের পকেটের অনেক টাকা খরচ ও করেছেন।

নজরুল ইসলাম বলেন অবশেষে আমাদের রাস্তার টেন্ডার হয়েছে আশা করি কিছু দিনের মধ্যেই আমাদের রাস্তার কাজ শুরু হবে ইনশাআল্লাহ।

Tag :
জনপ্রিয় সংবাদ

সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ

স্বপ্ন পূরনের ধার প্রান্তে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন বাসী

Update Time : ১১:০১:১০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯

নিজস্ব প্রতিবেদক:

উন্নয়ন এর রুপকার বাংলাদেশের সফল প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর আদর্শের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয় এর অশেষ মর্জিতে আমাদের সনমান্দী বাসীর স্বপ্ন পূরন হতে যাচ্ছে।
অলিপুরা থেকে সনমান্দী রাস্তাটা অল্প কিছু দিনের মধ্যেই পাকা হবে।

এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ২০০০০ লোক তাদের কর্মস্থলে যায়।এই রাস্তার কারনে আমাদের উন্নয়ন এ অগ্রসর হতে বাধাগ্রস্ত হচ্ছে। এই রাস্তা দিয়ে আমাদের ১৫/২০ টি গ্রাম এর জনগন চলাফেরা করেন।তার মধ্যে সনমান্দী, ছনকান্দা,বৈদ্যারকান্দী,মারবদী,কান্দাপাড়া, সাজালেরকান্দী,কাফাইকান্দা,বাবুরকান্দী সহ পার্শ্ববর্তী আরো অনেক গ্রামের লোকজন।

অবশেষে সনমান্দী ইউনিয়ন বাসীর কষ্টের দিন শেষ হতে যাচ্ছে যাদের আপ্রান চেষ্টায়।
আমাদের সোনারগাঁও এর উন্নয়ন এর রুপকার মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ (৩) আসনের এমপি মহোদয় জনাব লিয়াকত হোসেন (খোকা) এর ডিও লেটার এর মাধ্যমে।

এবং যাদের কথা না বল্লেই নয় তারা হল আমাদের সনমান্দী ইউনিয়ন এর উজ্জ্বল ভবিষ্যৎ বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক
জনাব মোঃ নজরুল ইসলাম ।

এবং আমাদের সনমান্দী গ্রামের কৃতি সন্তান আমিন মার্কেট এর মোঃ আমিন মিয়ার বড় ছেলে জনাব মোঃ জামাল হোসেন
সহ সনমান্দী গ্রামের জনাব মোঃ আব্দুর রউফ ও ছনকান্দা গ্রামের হাজী মোঃ শাহাবুদ্দীন সাহেব তারা এই রাস্তার জন্য আপ্রান চেষ্টা করেছেন এবং নিজের পকেটের অনেক টাকা খরচ ও করেছেন।

নজরুল ইসলাম বলেন অবশেষে আমাদের রাস্তার টেন্ডার হয়েছে আশা করি কিছু দিনের মধ্যেই আমাদের রাস্তার কাজ শুরু হবে ইনশাআল্লাহ।