কালিয়াকৈরে উদযাপন করা হলো ঈদে মিলাদুন্নবী (দ)এর জশনে জুলুশ

By | নভেম্বর 10, 2019

আশরাফুল শিকদার কালিয়াকৈর প্রতিনিধি :-

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে রবিবার সকাল দশটার দিকে ঈদে মিলাদুননবী (দ:) উপলক্ষে জশনে জুলুশ উদযাপন করা হয়।
জশনে জুলুশটি কালিয়াকৈর বাজার বনিক সমিতি চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের পীর আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরী, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রবীন নেতা মুরশিদ নগর দরবার শরীফের পীর মাওলানা আব্দুল হাকিম জিহাদী আল মুজাদ্দেদী, রঘুনাথপুর দরবারের পীর মৌ আমিনুল ইসলাম আল কাদরী, বড়ইবাড়ির দরবারের পীর আবু তায়েব মৃধা আল কাদরী,ভুলোয়া দরবারের পীর সৈয়দ মাসুদুল করীম, গোয়ালবাথান দরবারের পীর সিরাজুল ইসলাম,মুতালেব হোসেন ভান্ডারী,কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ধরম সম্পাদক সাংবাদিক সুহেল মিয়া, মুফতি আব্দুর রহমান।
পরে মিলাদ কেয়াম শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।