ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দুধের পেকেট হাতে ধরিয়ে সর্বস্ব চুরি

মমিনুল ইসলামঃ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আদমজীনগর নতুন বাজার নতুন রোডে ১১/১১/১৯ইং তারিখ রোজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চুরির ঘটনাটি ঘটে।

পরিস্থিতি শিকার মহিলা জানান তিনি আদমজী ই.পি.জেড কর্মরত রয়েছেন।রোজকার মোতো ডিউটি শেষ করে ই.পি.জেড পকেট গেইট দিয়ে বাড়ি ফেরার পথে আদমজীনগর নতুন বাজার নতুন রোডে আসার পর তাকে অপরিচিত এক মহিলা একটি লাল রঙের শপিং ব্যাগ তার হাতে দেয়।তার মধ্যে ছিল একটি দুধের পেকেট।পরক্ষণেই মহিলা সব ভুলে গিয়ে তার কাছে থাকা টাকা পয়সা মোবাইল এবং গহনা সহ সব কিছু তুলে দেয় অপরিচিত মহিলার হাতে।কিছুক্ষণ পরে তার সব কিছু মনে পরার পর তিনি বুঝতে পারেন তার কাছে কিছুই নেই শুধু দুধের পেকেটটি ছাড়া।
মহিলাটি সব কিছু হারিয়ে কান্নায় ভেঙে পরেন।এক পর্যায়ে মহিলা জ্ঞান হারিয়ে ফেলেন।পরে তার পারিবারিক লোকজন তাকে নিদিষ্ট স্থানে নিয়ে যান।

Tag :

“রাশিয়ায় ইয়াং মেন্টর অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন বাংলাদেশের উদ্যোক্তা”

দুধের পেকেট হাতে ধরিয়ে সর্বস্ব চুরি

Update Time : ০৮:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯

মমিনুল ইসলামঃ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আদমজীনগর নতুন বাজার নতুন রোডে ১১/১১/১৯ইং তারিখ রোজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চুরির ঘটনাটি ঘটে।

পরিস্থিতি শিকার মহিলা জানান তিনি আদমজী ই.পি.জেড কর্মরত রয়েছেন।রোজকার মোতো ডিউটি শেষ করে ই.পি.জেড পকেট গেইট দিয়ে বাড়ি ফেরার পথে আদমজীনগর নতুন বাজার নতুন রোডে আসার পর তাকে অপরিচিত এক মহিলা একটি লাল রঙের শপিং ব্যাগ তার হাতে দেয়।তার মধ্যে ছিল একটি দুধের পেকেট।পরক্ষণেই মহিলা সব ভুলে গিয়ে তার কাছে থাকা টাকা পয়সা মোবাইল এবং গহনা সহ সব কিছু তুলে দেয় অপরিচিত মহিলার হাতে।কিছুক্ষণ পরে তার সব কিছু মনে পরার পর তিনি বুঝতে পারেন তার কাছে কিছুই নেই শুধু দুধের পেকেটটি ছাড়া।
মহিলাটি সব কিছু হারিয়ে কান্নায় ভেঙে পরেন।এক পর্যায়ে মহিলা জ্ঞান হারিয়ে ফেলেন।পরে তার পারিবারিক লোকজন তাকে নিদিষ্ট স্থানে নিয়ে যান।