মোগড়াপাড়া চৌরাস্তা ওভারব্রিজ ও তার আশপাশ পরিষ্কার করলো বিডি ক্লিন সোনারগাঁ

By | ডিসেম্বর 27, 2019

শুক্রবার মানেই সবার জন্য সকালে একটা প্রশান্তির ঘুম আর সেটা যদি হয় শীতের দিন তাহলে তো কোনো কথায় নেই।
আর এসব কিছুকে উপেক্ষা করে বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও বিডি ক্লিন নামে একটা স্বেচ্ছাসেবী সংগঠন নেমে পড়ে তাদের পরিচ্ছন্নতার কাজে।সোনারগাঁ এর মোগড়াপাড়া চৌরাস্তা সংলগ্ন বনবিভাগ এর গেইট থেকে শুরু করে থানা রোড এর সি এন জি স্ট্যান্ড পর্যন্ত জায়গাটি পরিষ্কার করে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা এসময় সাধারণ মানুষদের অবহিত করেন যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার নানা রকম অসুবিধা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।
তারা প্রত্যেককে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য অবহিত করেন।এছাড়াও তারা মোগড়াপাড়া চৌরাস্তা ওভারব্রিজটি ও পরিচ্ছন্ন করেন এবং সেখানকার ফলের দোকানদারদের ও যেখানে সেখানে ময়লা অাবর্জনা ফেলতে নিষেধ করেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।