গফরগাঁও সরকারি কলেজের ছাত্রী আত্মহত্যা

By | জানুয়ারি 30, 2020

আশিকুজ্জামান ময়মনসিংহ প্রতিনিধি

গফরগাঁওয়ে ইসরাতুল ইসলাম ঋতু (১৮) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। পাগলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের রফিকুল ইসলাম মাস্টারের মেয়ে ইসরাতুল ইসলাম ঋতু বিষপান করে। পরে বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঋতুকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গফরগাঁও সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ঋতুর ৩ মাস আগে বিয়ে হয়। মশাখালী ইউনিয়নের ভাতুরী গ্রামের আবদুল কাদিরের ছেলে মো. রোমানের সঙ্গে ঋতুর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের কারণে ঋতুর সঙ্গে রোমানের বিয়ে হয়। এ বিয়ে ঋতুর বাবার পরিবারের লোকজন ভালোভাবে মেনে নিতে পারেননি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।