দ্বীর্ঘ সময় পর মুক্তি পেলো এসডি রুবেল এর নতুন গান””আমি ভুল করেছি””

By | জানুয়ারি 15, 2020

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী এসডি রুবেল এর অামি ভুল করেছি শিরোনামে নতুন একটি গান মুক্তি পেলো, এর অাগে অামার মনপাড়ায় শিরোনামে গানটি মুক্তি পেলে দারুন সারা পেয়েছিলেন স্রতাদের মাঝে, তারই পরিপেক্ষিতে বক্তদের অনুরোধে অাবারো নতুন গান নিয়ে ইউটিউবে এলেন এসডি রুবেল, জানা যায় বাংলাদেশের সর্ব প্রথম কোন পুরুষ শিল্পী ১৪০০ এরও বেশি গানে কন্ঠ দেওয়া শিল্পীই এসডি রুবেল, পাশাপাশি চিত্র নায়িকা শাবনূর এর বিপরীতে “এভাবেই ভালোবাসা হয়” নামকরন একটি ছবিতে অভিনয় সূচনা ঘটান,অনেক ব্যবসা সফল ছবি হয় সেটি, তারপর বক্তদের অনুরোধে সামাজিক ছবি “বৃদ্ধাশ্রম” নামে অারেকটি ছবির কাজ সম্পূর্ণ হয়েছে,বৃদ্ধাশ্রম ছবিতে এসডি রুবেল এর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা ববি, এই ছবির মুক্তি সম্পর্কে জানতে চাইলে তিনি সকালবিডিকে মুটোফোনে জানান অাগামী ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।