মদনে গ্রাম পুলিশের আত্মহত্যা

By | জানুয়ারি 14, 2020

আশিকুজ্জামান
ময়মনসিংহ প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলে অনু মিয়া (৫৫) নামের এক গ্রামপুলিশ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

অনু মিয়া উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামের মৃত কাজী মিয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় পরিবারের সদস্যরা কাজের জন্য বাহিরে গেলে এ সুযোগে অনু মিয়া নিজ ঘরে আত্মহত্যা করে।

তবে এলাকাবাসী জানান, গ্রাম পুলিশ অনু মিয়া মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

ওসি মো. রমিজুল হক জানান, সে তার নিজঘরেই আত্মহত্যা করেছে। সে মানসিক রোগে ভুগছিল। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।